Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি জোনিং প্রকল্প

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ভুমি জোনিং প্রকল্প

ভুমি মন্ত্রণালয়

 

প্রশ্নপত্র

 

(ইউনিয়ন ভিত্তিক ভুমি জোনিং বিষয়ক অর্থ-সামাজিক সমীক্ষা)

 

ইউনিয়নঃ কৈচাপুর 

উপজেলাঃ হালুয়াঘাট

জেলাঃ ময়মনসিংহ

১.সাধারণ তথ্যঃ

(ক) ইউনিয়নের ভৌগলিক অবস্থানঃ

   উত্তরে- জুগলী ও হালুয়াঘাট ইউনিয়ন, দক্ষিণে- ধারা ও ধুরাইল ইউনিয়ন, পূর্বে- নড়াইল ও হালুয়াঘাট ইউনিয়ন এবং

   পশ্চিমে- নালিতাবাড়ী উপজেলার রম্নপনারায়ণকুড়া ইউনিয়ন।

(খ) ইউনিয়নের মোট আয়তনঃ ২৬.৫৬ (বঃ কিঃ মিঃ)

(গ) ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা ১৯টি, (ঘ) মোট মৌজার সংখ্যা  ০৭টি,

(ঙ) মোট জনসংখ্যা ২৩৪১৮ জন, পুরুষ      ১১৬৫২জন নারী ১১৭৬৬জন,

(চ) জনসংখ্যার ঘনত্ব (Density) t৮৮২জন (প্রতি বঃ কিঃ মিঃ)

(ছ) শিক্ষার হারঃ পুরুষ ৪৫.২১% ,নারী ২৬.২৫%

 

২.   ইউনিয়ন বাসিন্দাদের পেশা/কর্মঃ

(ক) কৃষি কাজ - ৭৫% , (খ) মৎসজীবি - ০.৫% , (গ) শ্রমজীবি - ১২%, (ঘ) ব্যবসায়ী - ৫%, (ঙ) চাকুরীজীবি - ৪.৫%, (চ)  অন্যান্য- ৩% ।

 

৩.   দারিদ্রতা বিষয়ক তথ্যঃ

(ক) দারিদ্রতার শ্রেণী বিভাজন, দরিদ্র ৪০%, দরিদ্র নয় ৬০% , (খ) দারিদ্রতার কারণ - জনসংখ্যা বৃদ্ধির হার বেশী,

     কর্মসংস্থানের অভাব, শিক্ষার অভাব ইত্যাদি।

(খ) দারিদ্রতা নিরসনের উপায় - জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত উন্নয়ন, কারিগরি শিক্ষার উন্নয়ন।

 

[নোটঃ যাদের দৈনিক আয় ৮২ টাকার/১ডলারের কম তারা দরিদ্র এবং যাদের দৈনিক আয় ৮২টাকার/১ডলারের বেশী তারা দরিদ্র সীমার উপরে।

 সূত্রঃ কস্ট অফ বেসিক নিড(সিবিএস) মেথোড ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- ২০১১]

 

৪. ভুমিহীনদের তথ্যঃ

(ক) ভুমিহীন পরিবারের সংখ্যা- ৩০০টি, (খ) ভুমিহীনদের পেশা/কর্ম- দৈহিক শ্রম ও দিনমুজুর।

(গ) তারা কোথায় বসবাস করছে Rঅন্যের জমিতে, Rসরকারী জমিতে, £অন্যান্য

(ঘ) ভুমিহীনদের সমস্যা ও তা সমাধানে করণীয়ঃ খাস জমি সুষম বন্টন, কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষায় শিক্ষেত করে তোলা

 

৫.   মহিলাদের ভূমি ব্যবহার সংক্রামত্ম তথ্য (টিক চিহ্ন/ অগ্রাধিকার ভিত্তিতে ১, ২, ৩ .... নম্বর দিন)ঃ

(ক) এলাকার মহিলারা ভূমি ব্যবহার সংক্রামত্ম কার্যক্রমের সাথে জড়িত কিনাঃ

     হ্যাঁ Rনা £

(খ) জড়িত থাকলে ভূমি ব্যবহার সংক্রামত্ম কি কি ধরনের কাজ করে থাকেনঃ

 Rবীজ বপন Rনিড়ানী £সেচ দেয়া  £ফসল কাটা  Rফসল মাড়াই £অন্যান্য ----

(গ) মহিলারা কৃষিকাজ/ ভূমি ব্যবহার সংক্রামত্মন কার্যক্রম ব্যতীত অন্যান্য কি ধরণের পেশায় নিয়োজিত আছেনঃ

     Rকুটির শিল্প £বস্ত্রশিল্পRরান্না-বান্নাRশিক্ষকতা £অন্যান্য -----

পৃষ্ঠা ১/৪

(ঘ) মহিলারা কেন এই ধরনের পেশায় নিয়োজিত আছেনঃ দারিদ্রতার কারনে ও নিজস্ব প্রয়োজনে।

 

৬. খাস জমি/চর, জল/সায়রাত ও বালুমহাল বিষয়ক তথ্য (যদি থাকে)ঃ

এলাকার নাম

খাস জমি/চর, জল/সায়রাত ও বালু মহালের নাম (এক/একাধিক ক্ষেত্রে)

আয়তন

(বঃকিঃমি)

খাস জমি/চরে বসবাসকারী পরিবারের সংখ্যা ও তাদের পেশা

খাস জমি/চর, জল/ সায়রাত ও বালু মহালের বর্তমান অবস্থা/ব্যবস্থাপনা

বড়খালেরপাড়

 

৪০একর

১২

 

নৈয়ারীকুড়া

 

২২একর

২৫

 

নলুয়া

 

১১একর

২৫

 

 

৭. প্রাকৃতিক সম্পদের তথ্যঃ

এলাকায় প্রাকৃতিক সম্পদ ও তার বর্তমান অবস্থার বিবরণঃ (নাম ও সংখ্যা উলেস্নখসহ), যেমনঃ নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর, জলাশয়, বন, পাহাড়, গ্যাস, কয়লা, পাথর ও চুনা পাথর ইত্যাদি )

এলাকার নাম

প্রাকৃতি সম্পদের নাম

আয়তন/সংখ্যা

সম্পদের বর্তমান অবস্থা

সম্পদের ক্ষতির কারণ

প্রতিকারসমুহ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৮. ঐতিহাসিক /দর্শনীয় স্থাপনা বা নিদর্শনের তথ্যঃ

এলাকায় ঐতিহাসিক /দর্শনীয় স্থাপনা ( যেমনঃ পুরাতন রাজবাড়ি/জমিদার বাড়ি/শত বছরের পুরাতন মসজিদ/মন্দির/গির্জা/বৌদ্ধ মন্দির/মাজার/সমাধি ইত্যাদি)

এলাকার নাম

স্থাপনা বা নিদর্শনের নাম

আয়তন/সংখ্যা

বর্তমান অবস্থা

সংরক্ষণের উপায়

মমত্মব্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৯. ভূমি জোনিং বিষয়ক তথ্যঃ

 

(ক) ভূমি জোনিং বিষয়ে আপনার মতামতঃ ইতিবাচক।

(খ) ভূমিকে তার ব্যবহার ও গুণাগুণ অনুযায়ী জোনিং করা হলে কি ধরণের সুবিধা/অসুবিধা হতে পারেঃ

        আবাদী জমি বৃদ্ধি পাবে, বাসস্থানের জায়গা বাড়বে, সেচ সুবিধা বাড়বে ইত্যাদি।

(গ) ইউনিয়নে কি ধরনের ভূমির অবক্ষয়/অপরিকল্পিত ব্যবহার/ক্ষয়ক্ষতি সংঘটিত হচ্ছে

    (প্রাকৃতিক দুর্যোগ- বন্যা, খরা, নদী ভাঙ্গন ইত্যাদি, মনুষ্য সৃষ্ট ঘটনা- অধিক জনসংখ্যা, আর্থিক সংকট, অরিকল্পিত ভূমি  ব্যবহার ইত্যাদি)

   খরা, অধিক জনসংখ্যা, আর্থিক সংকট, অরিকল্পিত ভূমি ব্যবহার

(ঘ) ভূমির পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হলে কি ধরনের পদক্ষেপ / ব্যবস্থা নেয়া প্রয়োজনঃ

     জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাল খনন,বেরী বাঁধ নির্মাণ, ভূমি দখল উচ্ছেদ ইত্যাদি

পৃষ্ঠা ২/৪