১।ইউনিয়নের নাম- কৈচাপুর।
২।আয়তনঃ ২৬.৫৬বর্গকিলোমিটার।
৩।ইউনিয়নের সীমানাঃউত্তরে হিমালয় পর্বত হতে সৃষ্ট উত্তর-দক্ষিণে প্রবাহিত দর্শা নদী হালুয়াঘাট ইউনিয়ন থেকে কৈচাপুর
ইউনিয়নকে আলাদা করেছে। এর পূর্ব দিকে হালুয়াঘাট ও নড়াইল ইউনিয়ন,দক্ষিণে ধারা ও ধুরাইল ইউনিয়ন,পশ্চিমে জুগলী
ও নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়ন এবং উত্তরে জুগলী ও হালুয়াঘাটইউনিয়ন।
৪।অবস্থানঃ হালুয়াঘাট উপজেলা সদর হতে হালুয়াঘাট-ময়মনসিংহ রোডে দক্ষিণ দিকে ০৪ কিলোমিটার গিয়ে অথবা জেলা
সদর হতে হালুয়াঘাট-ময়মনসিংহ রোডে গাঙ্গিনারপাড় নামক স্থানে এসে পশ্চিম দিকে ০২ কিলোমিটার গিয়ে কৈচাপুর বোর্ড
বাজারে ইউনিয়ন পরিষদটি অবস্থিত।
৫।লোকসংখ্যাঃ ১৬,৪৮৭জন(জন্ম নিবন্ধন অনুযায়ী লোকসংখ্যা ২৩,৫২৮জন)।
৬।গ্রামের সংখ্যাঃ ১৯টি।
৭।মৌজার সংখ্যাঃ ৭টি ১। জে.এল ৩৬কৈচাপুর(অন্তর্গত গ্রামসমুহ- বড়দাসপাড়া, ছোটদাসপাড়া, আতকাপাড়া, জামগড়া, ভেকিপাড়া,
পাগলপাড়া, মাইজপাড়া, ফকিরপাড়া,দর্শারপাড়-অংশ), ২। জে.এল ২৪নলুয়া(অন্তর্গত গ্রামসমুহ-নলুয়া),
৩। জে.এল ২৫নৈয়ারীকুড়া (অন্তর্গত গ্রামসমুহ- নৈয়ারীকুড়া), ৪। জে.এল ৩৭দর্শারপাড়(অন্তর্গত গ্রামসমুহ-
গাঙ্গিনারপাড়, দর্শারপাড়), ৫। জে.এল ৩৮কড়ইকান্দা (অন্তর্গত গ্রামসমুহ-কড়ইকান্দা, নগরিয়াপাড়া,
বড়খালেরপাড়,জোকাবিলেরকান্দা, গুনিয়ারীকান্দা), ৬। জে.এল ৩৯রুহিপাগারিয়া (অন্তর্গত গ্রামসমুহ-
রুহিপাগারিয়া এবং ৭। জে.এল ৪০সোনামোহা (অন্তর্গত গ্রামসমুহ- সোনামোহা)।
৮।হাট-বাজারের সংখ্যাঃ ০১টি।
৯।শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ
ক্রমিকনং | ধরণ | কলেজ | মাধ্যমিক | মাধ্যমিক | মাদ্রাসা | প্রাথমিক | এতিমখানা |
১ | সরকারী | ০১টি | নাই | ০১টি | ০১টি | ১৪টি | ০৫টি |
বিঃ দ্রঃ বেসরকারী ৮টি বিদ্যালয় সরকারী করনের চুড়ান্ত পর্যায়ে আছে।
১০। রাস্তা ও সড়কের পরিমাণ (কিঃমিঃ): (১)পাকাঃ ০৪কিঃমিঃ
(২)এইচ.বি.বিঃ নাই।
(৩)কাঁচাঃ ৬০কিঃমিঃ
১১। খোয়াড় ও খেয়াঘাটেরসংখ্যাঃ খোয়াড় ০৯টি, খেয়াঘাট-নাই।
১২। নলকুপের সংখ্যাঃ (১)গভীরঃ ২৬টি
(২)অগভীরঃ ২৫টি
(৩)তারাপাম্পঃ ২২টি
১৩।জমির পরিমাণঃ (১)একফসলীঃ ২৬৩হেক্টর
(২)দু’ফসলীঃ ৬৬২হেক্টর
(৩)তিনফসলীঃ ২৪৭হেক্টর
(৪)পতিতজমিঃ ৫০৬হেক্টর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস